
সুনামগঞ্জের মধ্যনগরে মানসিক ভারসাম্যহীন ভবঘুরে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে।
১০ মার্চ, রবিবার সকালে ইসমাইল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি উপজেলার বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাতুর নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
ইসমাইল হোসেন দাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে মানসিক ভারসাম্যহীন ওই নারী দীর্ঘদিন যাবৎ সাতুর নতুন বাজার এলাকায় থাকেন। বাজারের ব্যবসায়ীরা কিছু দিলে তা খেয়েই দিন চলে। আজ সকালে ওই নারী চিৎকার চেঁচামেচি শুরু করলে ইসমাইল ক্ষিপ্ত হয়ে কাঠের চেলা দিয়ে বেধড়ক মারপিট করেন। এতে ওই মানসিক ভারসাম্যহীন নারীর মাথা ফেটে রক্তাক্ত হলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। ঘটনা তদন্ত করে দেখা হবে।
বিবার্তা/শহীদুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]