ধর্মপাশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন প্রস্তুতি দিবস পালিত
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ১৮:৫৫
ধর্মপাশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন প্রস্তুতি দিবস পালিত
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুনামগঞ্জের ধর্মপাশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন প্রস্তুতি দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে ধর্মপাশা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।


১০ মার্চ, রবিবার উপজেলার ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মপাশা ফায়ার সার্ভিস স্টেশনের লিভার অজিত কুমার সিংহের নেতৃত্বে এক মহড়া অনুষ্ঠিত হয়।


মহড়ায় ফাইটার ফোর্সের সদস্যরা গ্যাস সিলিন্ডারের অগ্নিনির্বাপণ দ্রুত প্রাথমিক ব্যবস্থা গ্রহণের কলাকৌশল তুলে ধরেন।


এছাড়া বাসা-বাড়িতে গ্যাস সিলিন্ডার কীভাবে রাখতে হবে তার যথার্থ ব্যবহার এবং কোন কারণবশত তাতে আগুন ধরে লেগে তাৎক্ষণিক করণীয় বিষয়ে বিশদ আলোচনা করা হয়।


মহড়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আ. মোতালেব সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি অলিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান জোবায়ের পাশা হিমু, মোজাম্মেল হক ইকবাল, প্রধান শিক্ষক নজমুল হায়দার, ব্র্যাকের আইডিপি প্রকল্পের ম্যানেজার মোস্তফা কবির প্রমুখ।


পরে অজিত কুমার সিংহের নেতৃত্বে ফায়ার ফাইটার সদস্যরা অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করেন।


এসময় রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও সুধী জনতা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শহীদুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com