ধর্মপাশায় 'শিখি, শিখতে সহায়তা করি' নামক ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ২১:৩৯
ধর্মপাশায় 'শিখি, শিখতে সহায়তা করি' নামক ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'শিখি, শিখতে সহায়তা করি' নামক একটি ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


৯ মার্চ, শনিবার সকাল সাড়ে ১০টায় ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হায়দারের উদ্যোগে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডের লব্ধ জ্ঞান অন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিনিময় করতে এমন কর্মসূচির আয়োজন করা হয়।


এতে প্রতি বিদ্যালয়ের ২৮ জন করে শিক্ষার্থী অংশগ্রহণ করে।


শিক্ষার্থীরা তাদের জ্ঞান বিনিময়ের মাধ্যমে যৌথভাবে কাগজ দিয়ে ফুল ও আলপনা তৈরি, দেয়াল সজ্জিতকরাসহ নিজেদের লেখা কবিতা, ছড়া দিয়ে মৈত্রী নামক একটি দেয়ালিকা প্রকাশ করে।


পরে আলোচনা সভায় বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হায়দার।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, নজরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমেন ও আহেদুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন খান।


বিবার্তা/শহীদুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com