
মাত্র দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তের পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্তে চারটি সোনার বারসহ একজন যুবককে আটক করেছে জয়পুরহাট-২০ ব্যাটালিয়ন এর বর্ডার গার্ড বিজিবি সদস্য।
৮ মার্চ, শুক্রবার সকাল সাড়ে দশটায় বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্ত এলাকা থেকে তাকে চারটি সোনার বারসহ আটক করে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের বাংলাদেশ বর্ডার গার্ড ঘাসুড়িয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা।
আমি শুধু সোনার বারের বাহক বলে গণমাধ্যমের কাছে দাবি করেছেন বিজিবির হাতে সোনার বারসহ আটক হওয়া মোস্তাক হোসেন (২২) নামের এক যুবক।
ঘাসুড়িয়া ক্যাম্প কমান্ডার গোপাল চন্দ্র বলেন, বিরামপুর ঘাসুড়িয়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে সোনা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে ওৎ পাতে বিজিবি। মোস্তাককে সন্দেহ ভাজন ব্যক্তি হিসেবে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে শরীরে বিশেষ ভাবে লুকিয়ে রাখা চারটি স্বর্ণের বার উদ্ধারসহ তাকে আটক করা হয়। আটক যুবকের বিরুদ্ধে সোনা চোরাচালান আইনে মামলা দায়ের পূর্বক বিরামপুর থানা পুলিশ এর কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
উল্লেখ, এর আগে গত বুধবার বিরামপুর হাকিমপুর-আঞ্চলিক সড়কের সাঁতকুড়ি রেলগেট এলাকা থেকে মোটরসাইকেল করে সোনা পাচারের সময় ১০টি সোনার বারসহ মেহেদি হাসান (৩৪) নামের একজনকে আটক করেছে মংলা বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা।
বিবার্তা/রববানী/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]