
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্পর্শ পাওয়া নোয়াখালী প্রেসক্লাবে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সাংবাদিকরা।
৭ মার্চ, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রেসক্লাব সভাপতি বখতিয়ার শিকদার ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর নেতৃত্বে ক্লাবের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাগণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি শাহ এমরান সুজন ও মাসুদ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ ও এ.আর আজাদ সোহেল, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক নাছির উদ্দিন শাহ্ নয়ন, শিক্ষা গবেষণা প্রশিক্ষণ ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসেন সুমন, সদস্য আব্দুল মোতালেব ও মাহবুবুর রহমান বাবু, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি জুয়েল রানা লিটন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদ, দৈনিক আজকের সত্যের আলোর নোয়াখালী প্রতিনিধি শাহজাহান কচি, দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি ইফতেখারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২২ জুন স্বাধীনতার পর বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম নোয়াখালী সফরে আসেন। পরদিন ২৩ জুন তিনি নিজ হাতে নোয়াখালী প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
তিনি আরো বলেন, নোয়াখালী প্রেসক্লাব এ জেলার ইতিহাস ঐতিহ্যের অংশ হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমরা গর্বিত যে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে এই প্রেসক্লাবের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। বঙ্গবন্ধুর হাতের স্পর্শ পাওয়া নোয়াখালী প্রেসক্লাব সবসময় মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে গণমানুষের পক্ষে কাজ করে যাবে।
বিবার্তা/ইকবাল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]