
পঞ্চগড়ে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পঞ্চগড় সার্কিট হাউস হলরুমে এই কর্মশালার আয়োজন করেন।
৭ মার্চ, বৃহস্পতিবার দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন কর্মশালার সভাপতি ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর পরিচালক (প্রশাসন) এ.কে.এম আজিজুল হক।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের।
কর্মশালায় ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নির্ধারিত চারটি মূল ভিত্তি নিয়ে আলোচনা করা হয়।
ভিত্তিগুলো হলো, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর পরিচালক নাহিদ নাজ, উপপরিচালক (প্রশাসন) সোহেল রানা ও প্রোগ্রামার আব্দুস সালাম।
কর্মশালায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
বিবার্তা/গোফরান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]