লামায় উন্নত পদ্ধতিতে গুড় উৎপাদনের প্রশিক্ষণ
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ১৮:১৪
লামায় উন্নত পদ্ধতিতে গুড় উৎপাদনের প্রশিক্ষণ
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবান জেলার লামা উপজেলায় পার্বত্য চট্টগ্রাম এলাকায় ইক্ষু ও সাথী ফসলসহ উন্নত পদ্ধতিতে গুড় উৎপাদন কৃষক প্রশিক্ষণ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম এলাকায় সুগারক্রপ চাষাবাদ জোরদার করণ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।


৬ মার্চ, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৬০ জন উপকারভোগী কৃষকদের নিয়ে অনুষ্ঠিত ইক্ষু ও সাথী ফসল চাষ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান ও প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন অর রশিদ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। প্রকল্পের কনসালটেন্ট কৃষিবিদ ক্যছেন এতে প্রশিক্ষণ প্রদান করেন।


এসময় উপস্থিত ছিলেন সুগারকেন সম্প্রসারণ কর্মকর্তা সুজন দে ও প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট বসন্ত কুমার তঞ্চঙ্গ্যা ও বৈজ্ঞানিক সহকারী টিটু চাকমা প্রমুখ।


উন্নত পদ্ধতিতে আখের গুড় উৎপাদন প্রশিক্ষণে উপজেলার ৬০ জন উপকারভোগী কৃষক অংশগ্রহণ করেন।


এ বিষয়ে কৃষিবিদ ক্যছেন বলেন, ইক্ষু চাষ করেই কাজ শেষ নয়। এখন ইক্ষু থেকে গুড় উৎপাদন করেও আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। এ ধারাবাহিকতায় কৃষকদের আরও আগ্রহী করতে এ প্রশিক্ষণের আয়োজন। এক সময় এ ইক্ষু শিল্পতে রূপান্তরিত হবে বলেও মন্তব্য করেন কৃষিবিদ ক্যছেন।


বিবার্তা/আরমান/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com