হিলি সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০০:২০
হিলি সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তের নিকটবর্তী এলাকা থেকে ভারতে পাচারের চেষ্টা কালে ১ কেজি ৫০ গ্রাম (১০টি বার), মোটরসাইকেলসহ মেহেদী হাসান (৩৪) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (জয়পুরহাট ২০ ব্যাটালিয়ান) বিজিবি সদস্য।


পরবর্তীতে মামলা দায়ের পূর্বক থানায় জমা দিয়েছে বিজিবি।


মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে হিলি সীমান্তের ২৮৬/১৭ পিলার এর আনুমানিক ১ কি. মি. বাংলাদেশ অভ্যন্তরে সাঁতকুড়ি রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ ব্যবহৃত মোটরসাইকেল, নগদ টাকা, মোবাইল ফোনসহ মেহেদী হাসান নামে স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা।


আটককৃত স্বর্ণ চোরাকারবারি মেহেদী হাসান হাকিমপুর উপজেলার উত্তর বাসুদেবপুর এলাকার তোরাব আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ ব্যাটালিয়ন এর উপ-অধিনায়ক মেজর আফিক হাসান।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, হিলি সীমান্ত দিয়ে বড় একটি স্বর্ণের চালান ভারতে পাচারের চেষ্টা করছে চোরাকারবারিরা।


এমন সংবাদের ভিত্তিতে সীমান্তের মংলা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার নায়ক ফারুক হোসেন এর নেতৃত্বে অধিনায়কের নির্দেশনা মোতাবেক সীমান্তের নিকটবর্তী সাঁতকুড়ি রেলগেট এলাকায় সন্দেহ ভাজন মোটরসাইকেল চালক মেহেদী হাসান কে আটক করা হয়।


পরবর্তীতে তার ব্যবহৃত বাইকে কৌশলে লুকিয়ে রাখা ১০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় তার ব্যবহৃত বাইক, দুটি সীম কার্ড সহ মোবাইল ফোন নগদ ৮১০ টাকাসহ তাকে আটক করা হয়। যার সিজার মূল্য ১ কোটি ১২ লাখ ৪০ হাজার ৮১০ টাকা।


পরবর্তীতে আটক চোরাকারবারির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দায়ের পূর্বক অদ্য রাত নয়টা ত্রিশ মিনিটে হাকিমপুর থানা পুলিশের নিকট জমা দেওয়া হয়েছে।


হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. দুলাল হোসেন জানান, বর্ডার গার্ড বিজিবি'র লিখিত এজাহারে মাধ্যমে থানায় উদ্ধারকৃত মালামালসহ আসামি জনা নেওয়া হয়েছে।


আগামীকাল আইনি প্রক্রিয়া শেষে আটক আসামিকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে পাঠানো হবে।


বিবার্তা/রববানী/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com