
দিনাজপুরের নবাবগঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা ৫টি ইটভাটায় অভিযান চালিয়ে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ও ইট ভাটাগুলি গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর।
৪ মার্চ, সোমবার দুপুরে ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
দিনাজপুর জেলা পরিবেশ অধিদফতরের উদ্যোগে ঢাকা সদর দফতরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি এ অভিযান পরিচালনা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি জানান, সনাতন প্রযুক্তির (ফিক্সড চিমনি) ইটভাটা পরিচালনা করা, মাটি সংগ্রহের অনুমোদন না থাকা, পরিবেশগত ছাড়পত্র বা নবায়ন না থাকাসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘন করায় ইটভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইটভাটাগুলো হলো, মেসার্স এম এস ব্রিকস, মেসার্স এম ভি এম ব্রিকস, মেসার্স ডব্লিউ আর এস ব্রিকস,মেসার্স রিয়াল ব্রিকস ও এম আর এস ব্রিকস।
বিবার্তা/রববানী/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]