হিলি স্থলবন্দর পরিদর্শন করেন তিন বাহিনীর প্রতিনিধি দল
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ১৮:৫২
হিলি স্থলবন্দর পরিদর্শন করেন তিন বাহিনীর প্রতিনিধি দল
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রশিক্ষণার্থীদের ২৬ সদস্যের একটি প্রতিনিধি দল দিনাজপুরের হিলি স্থলবন্দর ও সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।


৪ মার্চ, সোমবার দুপুরে রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হকের নেতৃত্বে সেনা, নৌ ও বিমান বাহিনীর ২৬ সদস্যের দলটি হিলি স্থলবন্দরে আসলে বন্দর এবং কাস্টমস কর্তৃপক্ষ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে হিলি বন্দরের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হন তারা।


বৈঠকে হিলি বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম, শুল্ক আহরণসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত হন প্রতিনিধি দলটি।


এসময় সেখানে রংপুর কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার জিয়াউর রহমান, হিলি শুল্কস্টেশনের উপ-কমিশনার বায়জিদ হোসেন, পানামা হিলি পোর্টের পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


বৈঠক শেষে প্রতিনিধি দলটি হিলি সীমান্ত পরিদর্শনে যান। সেখানে বিজিবি ও বিএসএফ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি এবং পাসপোর্ট যাত্রী পারাপার সম্পর্কে অবগত হন প্রতিনিধি দল। পরে তারা বিজিবির হিলি আইসিপি ক্যাম্প পরিদর্শন করেন।


বিবার্তা/রব্বানী/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com