
রাজধানীর গুলশানে অভিযান পরিচালনা করে ৩৪৮ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃতরা হলেন, জুবায়ের মোল্লা (৩৪) ও মো. মোস্তফা (৪৫)।
৩ মার্চ, রবিবার সকাল ১০টায় র্যাব-১ এর একটি দল গুলশান-২ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল জানতে পারে যে, গুলশান থানা এলাকায় দুই মাদক কারবারি একটি সাদা রঙের পিকআপ ভ্যানযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বহন করে বনানী এলাকার উদ্দেশে রওয়ানা করবে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে দলটি ডিএমপি ঢাকার গুলশান থানাধীন গুলশান-২ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এ সময় ৩৪৮ বোতল বিদেশি মদ, একটি সাদা রঙের পিকআপ ভ্যান, একটি মোবাইল ফোন এবং নগদ দুই হাজার টাকা জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্যসহ গ্রেফতাকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]