
সুনামগঞ্জের ধর্মপাশায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
৩ মার্চ, রবিবার সকাল বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ ঢাকা এর বাস্তবায়নে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান’র সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ ঢাকা’র সায়েন্টিফিক অফিসার মো. জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা প্রকৌশলী মো. শাহাব উদ্দিন, এনজিও প্রতিনিধি মনিরুজ্জামান মজুমদার প্রমুখ।
এর আগে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক প্রদর্শনী মেলায় অংশগ্রহণকারী ৮টি স্টল পরিদর্শন করেন।
বিবার্তা/শহীদুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]