
হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। ৩ মার্চ, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আউশকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চন্দ্র দেব।
তিনি জানান, নিহত দু’জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে শুনতে পেরেছি তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন এলাকায়। কিন্তু তারা মৌলভীবাজারে থাকেন। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি অটোরিকশাটিকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুইজন যাত্রী মারা যান। তখন মহাসড়কে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]