
হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের করাঙ্গী নদীতে অজ্ঞাতনামা এক যুবকের (৩২) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ মার্চ) বিকেলে লাশটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র জানান, করাঙ্গী নদীর হুরুমোড়া হাওরের গাতাবের নামক স্থানে বস্তা ভেসে আসতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
তবে নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩২ বছর। তার পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের পর লাশ বস্তাবন্দি করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে বলে জানান তিনি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]