
‘সঠিক তথ্য ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এ স্লোগানে সারা দেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
২ মার্চ, শনিবার দিবসটি উপলক্ষ্যে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি হিলি স্থলবন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও উপজেলা পরিষদ চত্বর গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি লায়লা ইয়াসমিন, নির্বাচন অফিসার শিমুল সরকার, উপজেলা ট্রেজারি অফিসার, উপ সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ অনেকে।
বক্তারা জাতীয় ভোটার দিবসের তাৎপর্য তুলে ধরেন। সেই সাথে ১৮বছর বয়স হলেই সঠিক তথ্য দিয়ে ভোটার হওয়ার আহ্বান জানান।
বিবার্তা/রববানী/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]