
‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।
২ মার্চ, শনিবার দুপুরে জেলা নির্বাচন অফিস, নড়াইলের আয়োজনে একটি র্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা নির্বাচন অফিসের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে জেলা নির্বাচন অফিসে নতুন ভোটার নিবন্ধন, স্মার্ট কার্ড বিতরণসহ ভোটার সেবা কার্যক্রম প্রদান করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, জেলা ও সদর উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ প্রমুখ।
বিবার্তা/শরিফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]