
ঝিনাইদহের হরিণাকুণ্ডে দশ দিন ধরে আলামিন (৩২) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন। গত ১৭ ফেব্রুয়ারি বিকাল ৫টায় বাক প্রতিবন্ধী আলামিন ইবি থানাধীন আস্তানগর নানার বাড়ি থেকে গ্রামের বাড়ি তৈলটুপী আসার পথে নিখোঁজ হন।
এই ঘটনায় কুষ্টিয়া ইবি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন নিখোঁজ আলামিনের পিতা। সে হরিণাকুণ্ডু উপজেলার ১নং ভায়না ইউনিয়নের তৈলটুপী গ্রামের মো. আব্দুর রাজ্জাকের পুত্র।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি নানা বাড়ি থেকে নিজ গ্রাম তৈলটুপী’র উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয় স্বজন ও বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে ছেলেকে না পেয়ে থানা পুলিশের দ্বারস্থ হন পিতা আব্দুর রাজ্জাক।
তিনি জানান, নিখোঁজের তেরো (১৩) দিন অতিবাহিত হওয়ার পরও ছেলের কোন হদিস নেই। বিষয়টা নিয়ে আমি ও আমার পরিবারের লোকজনের মধ্যে এখন বেড়েছে আশঙ্কা। ওই বৃদ্ধার অভিযোগ আমি আমার বিশেষ চাহিদাসম্পন্ন ছেলেকে ফিরে পেতে বিভিন্ন জায়গায় দ্বারস্থ হয়েও কেউ আমার কথার গুরুত্ব দিচ্ছেন না।
এই ঘটনায় ইবি থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রহমান গণমাধ্যমকে জানান, আলামিন নিখোঁজের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। নিখোঁজ বাক-প্রতিবন্ধী যুবকের সন্ধানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
বিবার্তা/রায়হান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]