খানসামায় ৪ জুয়াড়িকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ১৫:৩৫
খানসামায় ৪ জুয়াড়িকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের খানসামায় তাস দিয়ে জুয়া খেলার অপরাধে ৪ জুয়াড়িকে ১০ হাজার টাকা করে ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও তাজ উদ্দিন।


আটক ৪ জুয়ারু হলেন উপজেলার দুবলিয়া বাড়াই পাড়ার প্রদীপ কর (৫৫) ও একই এলাকার হীরেন রায় (৪৫), আংগারপাড়া গ্রামের রাশেদ শাহা (৫০) এবং পার্শ্ববর্তী সৈয়দপুর উপজেলার বড়দহ এলাকার নজরুল ইসলাম (২৫)।


২ মার্চ, শনিবার দুপুরে উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া বাড়াই পাড়া এলাকায় বাঁশ ঝাড় থেকে এসআই তসির উদ্দিনসহ থানা পুলিশ সদস্যরা তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন।


পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেক জুয়ারুকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।


বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন বলেন, মাদক ও জুয়ামুক্ত খানসামা উপজেলা গড়তে আমরা সর্বদা সজাগ আছি। এটি বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সাথে সকল পেশার মানুষের সহযোগিতা চাই।


বিবার্তা/জামান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com