কথা, কবিতা ও গানে কবি রফিক আজাদকে স্মরণ
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৭
কথা, কবিতা ও গানে কবি রফিক আজাদকে স্মরণ
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি কালচারাল একাডেমির সাবেক পরিচালক কবি রফিক আজাদকে কথা, কবিতা ও গানে স্মরণ করা হয়েছে।


২৮ ফেব্রুয়ারি, বুধবার সন্ধ্যায় একাডেমি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি।


আলোচনা সভায় কালচারাল একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজংয়ের সভাপতিত্বে ও একাডেমি নৃত্য শিক্ষক মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও রফিক আজাদের সহধর্মিণী কবি দিলারা হাফিজ।


কবি দিলারা হাফিজ বলেন, কবি রফিক আজাদ বিরিশিরিকে তাঁর কবিতার চারণভূমি মনে করতেন। সোমেশ্বরী নদী, গারো পাহাড়, বিজয়পুরের সাদামাটির মত সহজ সরল নৃগোষ্ঠীর মানুষকে তিনি খুব ভালোবাসতেন।


এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সেলিনা সিদ্দিকী শুশু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক, অভিনয়শিল্পী ও কবি লুৎফুন্নাহার লতা, আবৃত্তিশিল্পী নাজমুন নাহার মিতা, সাবেক মেয়র কামাল পাশা, সাবেক প্রধান শিক্ষক একে এম ইয়াহিয়া, এডভোকেট মানেশ চন্দ্র সাহা, নারী নেত্রী রাখী দ্রং প্রমুখ।


আলোচনা শেষে কবিকণ্ঠে কবিতাপাঠ করেন কবি সাজ্জাদ খান, কবি এনামুল হক পলাশ, জন ক্রসওয়েল খকশি, কবি জীবন চক্রবর্তী, কবি লোকান্ত শাওন, কবি দুনিয়া মামুন, কবি নাজমুল হক সারোয়ার, কবি বিদ্যুৎ সরকার, কবি সফিউল আলম স্বপন, কবি সজীম সাইন, কবি রুকুনুজ্জামান রোকন।


বিবার্তা/পলাশ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com