গঙ্গাচড়ায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৩
গঙ্গাচড়ায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
গংগাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রংপুরের গঙ্গাচড়ায় ওষুধ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নতুন করে ‘ওষুধ ও কসমেটিক আইনে ৪ ফার্মেসি মালিককে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


২৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার গঙ্গাচড়া বাজারে বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে মেসার্স জয়নাল মেডিসিন ৩০০০ টাকা, মেসার্স মাসুদা ফার্মেসি ২০০০ টাকা, সিআর মেডিসিন স্টোর ৪০০০ টাকা, ফাতেমা ফার্মেসি ২৫০০ টাকা ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন।


অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। ওষুধ প্রশাসন অধিদফতর এতে সহায়তা করে।


উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, কোনো নকল ওষুধ উৎপাদন করলে বা জ্ঞাতসারে কোন নকল ওষুধ বিক্রয়, মজুত, বিতরণ বা বিক্রয়ের উদ্দেশে প্রদর্শন করলে ও ওষুধ ভেজাল করলে বা ভেজাল ওষুধ উৎপাদন, বিক্রয়, মজুত এবং অসৎ উদ্দেশে ওষুধের কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফার অভিপ্রায়ে ওষুধ মজুত করা হলে যাবজ্জীবন কারাদণ্ড অথবা অনূর্ধ্ব ১৪ বৎসরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক ১০ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।


বিবার্তা/নাহিদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com