গংগাচড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১৬
গংগাচড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
গংগাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

“স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস।


২৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।


এসময় উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন।


আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, গংগাচড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, কোলকোন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ, আলমবিদিতর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন, জনস্বাস্থ্য কর্মকর্তা সাহারাবান তহুরা, সদর ইউনিয়ন পরিষদের মেম্বার আ. খালেক, শিবুলসহ গণমাধ্যমকর্মীরা।


উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বর্তমান জনগণের জন্যে সেবা প্রদান কার্যক্রম আরও গতিশীল হবে এবং সেবা প্রদানের পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে। সেবার পরিধিতে গতি সঞ্চার হবে। স্থানীয় সরকার ব্যবস্থায় দলগত প্রচেষ্টা আরও জোরদার হবে।


সর্বোপরি সেবা প্রদানের মাধ্যমে সরকারি দফতরগুলোর সাথে জনগণের মেলবন্ধন সুদৃঢ় হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।


বিবার্তা/নাহিদ/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com