
“স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদ্যাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকাল এগারোটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন।
পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর হিলি পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, খট্রামাধবপাড়া ইউপি চেয়ারম্যান কাওসার রহমান, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম, আলিহাট ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান, উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল আলম, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, আলিহাট ইউপি সচিব মো. ওমর ফারুক, প্যানেল চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, বোয়ালদাড় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজমুল হোসেন, ইউপি সদস্য এমরান আলী, বকুল হোসেন, ইফতেখার বাবু, সাখাওয়াত হোসেনসহ আরও অনেকে।
বিবার্তা/রববানী/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]