
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) সিপিসি-২ এর একটি দল বিপুল পরিমাণ জাল ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকাসহ যোগেন্দ্র মল্লিক (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তার বাড়ি শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের রুস্তমপুর গ্রামে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ভূনবীর ইউনিয়নের রুস্তমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে জাল রুপি ও জাল টাকাসহ গ্রেফতার করা হয়।
২৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪:২৫ টায় র্যাব-৯ সিপিসি-২ শ্রীমঙ্গল কোম্পানির একটি আভিযানিক দল শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের রুস্তমপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় ১৪ লাখ ৬৫ হাজার ৫০০ রুপি মূল্যমানের জাল নোট এবং বাংলাদেশি ৬৯ লাখ ৫২ হাজার ৯০০ টাকা মূল্যমানের জাল নোট জব্দ এবং যোগেন্দ্র মল্লিক (৪১) নামে জাল নোট প্রস্তুতকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন থেকে জাল মুদ্রা তৈরির সাথে জড়িত বলে স্বীকার করেন।
গ্রেফতার ব্যক্তিকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে জব্দকৃত জাল মুদ্রাসহ শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/কাউছার/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]