
নেত্রকোণার পূর্বধলায় ট্রাকের চাপায় হালিমা খাতুন (৮৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ২৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার বেলা ১১টার দিকে পূর্বধলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাক রেখে চালক পালিয়ে যায়।
হালিমা খাতুন উপজেলার তারাকান্দা গ্রামের আব্দুর রহমানের স্ত্রী ছিলেন। পরিবারের সদস্যদের জন্য সকালে ওষুধ কিনতে বাজারে এসেছিলেন হালিমা।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হালিমা সকালে পরিবারের সদস্যদের জন্য ওষুধ কিনতে বাজারে যান। ওষুধ কেনা শেষে বাড়ি ফেরার পথে বেপরোয়া ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হালিমার মৃত্যু হয়। তবে ঘটনার পরপরই চালক ট্রাক রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]