
দিনাজপুরের হাকিমপুরে হিলি পৌরসভার মাঠপাড়া শাপলা যুব সংঘ ও ক্লাবের মাঠে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল নাহারের উদ্যোগে ও রংপুর দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুউর রশিদ হারুন। এছাড়া আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন।
এসময় এলাকার অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে বিনামূল্যে চোখের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ওষুধ সরবরাহ করা হয়। এছাড়াও, ছানি পড়া রোগী নির্ণয় করে হাসপাতালে নিয়ে তাদের বিনামূল্যে চোখে ছানি অপারেশন করা হবে বলে জানান আয়োজকেরা।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]