
মৌলভীবাজারে পাওনা টাকা নিয়ে হওয়া দ্বন্দ্বে ছুরিকাঘাতে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনার পর তাৎক্ষনিক অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে জেলার রাজনগর উপজেলার উত্তর মুন্সিবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত অটোরিকশাচালকের নাম-সোয়াব আলী। তার বাড়ি উপজেলার মুন্সিবাজারের গয়াসনগরে।
পুলিশ জানায়, পাওনা টাকা নিয়ে সিএনজিচালক সোয়াব আলীর সঙ্গে কাছিম ও কোহিনুরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কাছিম ও কোহিনুর উত্তেজিত হয়ে সোয়াব আলীকে ছুরিকাঘাত করলে তিনি মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মাজহারুল আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার বলে বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত কাছিম ও কোহিনুরকে আটক করেছে পুলিশ। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]