
দ্রুত রংপুর ইপিজেড বাস্তবায়নের দাবিতে গোবিন্দগঞ্জে কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৬ ফেব্রুয়ারি, সোমবার সকালে গোবিন্দগঞ্জ থানা মোড় চারমাথায় মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সদস্য মুকিতুর রহমান রাফি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এম এ মতিন মোল্লা, গোবিন্দগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আকন্দ।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্সের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল আজিজ সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক ননী গোপাল রায়, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি (বিপিএ) গোবিন্দগঞ্জ শাখার সভাপতি দীপক চন্দ্র দেবনাথ, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন রানা, গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি গোলাম কিবরিয়া রিপন, সাধারণ সম্পাদক আকমল হোসেন, গোবিন্দগঞ্জ উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আজিজুল ইসলাম, সহকারী অধ্যাপক আবু তাহের, সহকারী অধ্যাপক তাওয়াব হোসেন, সহকারী অধ্যাপক সাইদুর রহমানসহ শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তরা দ্রুত রংপুর ইপিজেড বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান।
বিবার্তা/খালেক/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]