‘বর্তমানে চায়ের ক্রান্তিকাল পাড় করছি’
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫২
‘বর্তমানে চায়ের ক্রান্তিকাল পাড় করছি’
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম বলেন, বর্তমানে আমরা চায়ের ক্রান্তিকাল পাড় করছি। এই ক্রান্তিলঘ্নে চা চাষী, কারখানা মালিক সহ সকলকে এক হতে হবে। সবাই মিলে আমরা চা নিয়ে কাজ করব। বর্তমানে যারা চা গাছ তুলে ফেলছেন এমনটি কেউ করবেন না। আমরা চাষীদের জন্য বিনামূল্যে চা পাতা তোলার মেশিন সরবরাহ করছি। আশা করছি আগামী দুই বছরের মধ্যে চায়ের দাম বাড়বে।


২২ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পঞ্চগড়ে উত্তরাঞ্চলের চা শিল্পের সাথে সম্পৃক্ত অংশীজনদের নিয়ে চায়ের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ করণীয় ও চা আইন-২০১৬ অবহিতকরণ বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন তিনি।


তিনি বলেন, চা নিয়ে কোন কোম্পানি, ওয়্যার হাউজ, ব্রোকার হাউজ সহ কেউ সিন্ডিকেট করলে আমরা তার লাইসেন্স বাতিল করব। আর চাষীরা যেন পানি দেয়া বা ২টি পাতা একটি কুঁড়ির উপরে কাঁচা চা পাতা কারখানায় না দেন। সকলে মিলে গুণগত মানের চা পাতা তৈরি করতে হবে। অনেক কারখানায় ভালমানের চা তৈরি করছে। বিদেশে বাংলাদেশের চা রফতানির প্রক্রিয়া চলছে। যদি আমরা ভাল বাজার ধরতে পারি তাহলে চা শিল্প আবারো ঘুরে দাঁড়াবে।


জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ চা বোর্ডের প্রধান কার্যালয় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন ।


এসময় কর্মশালায় জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস, স্মল টি অনার্স এন্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম খোকন, বটলিফ টি কারখানার সভাপতি নিয়াজ আলী চিশতী, ক্ষুদ্র চা চাষী, বিডার, বায়ার, ওয়্যার হাউসের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিপ্লব/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com