
দিনাজপুরের হিলিতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে আবির হোসেন জয় (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
২২ জানুয়ারি, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে হিলি-বিরামপুর সড়কের মুহাড়াপাড়া বিজিবি ক্যাম্পের অদূরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবির হোসেন উপজেলার সাতকুড়ী গ্রামের মুহেবুব খানের ছেলে।
পুলিশ জানান, আবির হোসেন হিলি বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় হিলি- বিরামপুর সড়কের মুহাড়াপাড়া বিজিবি ক্যাম্পের অদূরে পৌঁছালে বিরামপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
হাকিমপুর থানার এস আই সুমন কুমার সরকার জানান, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
বিবার্তা/রববানী/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]