কক্সবাজারের উখিয়া ও টেকনাফে কাঁটাতার কেটে ক্যাম্পগুলো থেকে চেকপোস্ট ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার সময় ৪০ জন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
১৯ ফেব্রুয়ারি, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কক্সবাজার-টেকনাফ সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
উখিয়া-৮ এপিবিএনের অধিনায়ক মো. আমির জাফর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) জানায়, কাঁটাতার কেটে রোহিঙ্গারা ক্যাম্প থেকে বের হয়ে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ছে। তাই কক্সবাজার-টেকনাফ সড়কে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। এরই অংশ হিসেবে উখিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় যানবাহন তল্লাশি চালিয়ে ৪০ রোহিঙ্গাকে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত রোহিঙ্গাদের কুতুপালং ক্যাম্পের ইনচার্জের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। মূলত কাজের সন্ধানে তারা ক্যাম্প ছাড়ছেন বলে জানিয়েছে এপিবিএন।
এপিবিএনের অধিনায়ক আমির জাফর বলেন, অন্যত্রে চলে যাওয়ার সময় যানবাহনে তল্লাশি চালিয়ে চলতি মাসে ৫১১ জন রোহিঙ্গাকে ধরে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। তারা মূলত প্রত্যাবাসন দীর্ঘায়িত হওয়ার কারণে ক্যাম্প ছেড়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছেন। তবে এপিবিএন তাদের সচেতন করার চেষ্টা করছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]