
নাটোরের গুরুদাসপুরে পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে ২৭লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৯ ফেব্রুয়ারি, সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে পাঁচটি ইটভাটার অভিযান পরিচালনা করে ওই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে উপজেলার আমজাদ-মফিজ ব্রিকস ইটভাটাকে ৫ লাখ, মেসার্স ভাই-ভাই এন্টার প্রাইজকে ৫লাখ, এম.জেড.বি ব্রিকস ৬লাখ, এম.বি.পি ব্রিকসকে ৫লাখ ও এস.এ.আর ব্রিকস ইট ভাটার মালিককে ৬লাখ জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম ও পরিদর্শক বোরহান উদ্দিন।
বিবার্তা/জনি/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]