
দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ওয়াজ মাহফিলে থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় মো. রাকিব হোসেন (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ মোটরসাইকেলটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ী বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
চিরিরবন্দর থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মো. রাকিব হোসেন উপজেলার বড় হাশিমপুর নয়াপাড়া গ্রামের খয়রাতের হোসেনের নাতি ও বড় হাসিমপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, মো. রাকিব হোসেন তার তিন বন্ধু মিলে পার্শ্ববর্তী মেড়াইডাঙ্গা গ্রামে ইসলামি মাহফিলে গিয়েছিল। মাহফিল শেষ করে মধ্য রাতে হেঁটে বাড়ি ফেরার পথে বিন্যাকুড়ি বাজারের সামনে দ্রুত গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এসময় তিন বন্ধুর মধ্যে রাকিব মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, এ ঘটনায় চালকসহ মোটরসাইকেলটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা থানায় আসলেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]