
দিনাজপুরের হাকিমপুর হিলিতে দিনে দুপুরে অফিসের ড্রয়ার ভেঙে চাল ব্যবসায়ীর সাড়ে ৫ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।
১৮ ফেব্রুয়ারি, রবিবার দুপুর ২টার দিকে হিলি বাজারসহ চাল ব্যবসায়ী সাখাওয়াত হোসেনের অফিসের ড্রয়ার ভেঙে এই চুরির ঘটনা ঘটে।
সাখাওয়াত হোসেন হাকিমপুর উপজেলার বিশাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ডিলারের ছেলে।
চাল ব্যবসায়ী সাখাওয়াত হোসেন বলেন, আজ দুপুরে যোহর এর নামাজ আদায় করার জন্য অফিসের দরজা লক না করে মসজিদে চলে যায়। পরে নামাজ শেষে মসজিদ থেকে এসে দেখি অফিসের দরজা বাহিরে থেকে লক করা কিন্তু ভিতরে দেখি সবকিছু এলোমেলো। পরে ড্রয়ার চেক করে দেখি সেখানে রাখা ৫ লাখ ৪০ হাজার টাকা চোরেরা চুরি করে নিয়ে গেছে। আমার এতো বড় সর্বনাশ কে করলো ভেবে পাচ্ছি না।
পরে খবর পেয়ে থানা পুলিশ, ডিএসবি, এনএসআই সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি দুলাল হোসেন বলেন, বাজারে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর রাতে হাকিমপুর হিলি পৌর শহরের ইউনাইটেড রাইস মিলে ফিল্মি স্টাইলে ম্যানেজার এর হাত পা বেধে রেখে লকার ভেঙে ৪ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায় ডাকাতরা।
বিবার্তা/রববানী/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]