
ছাদের ঢালাই খসে পড়েছে, নষ্ট হয়ে গেছে ব্যবহৃত রডের টেম্পার। রুমের পলেস্টার খসে ইট বের হয়ে গেছে, মাঝে মাঝে ছাদের প্লাস্টার এবং ঢালাই ভেঙে পড়ছে। দেয়ালজুড়ে চোখে পড়ছে বড় বড় ফাটল।
এমন জরাজীর্ণ ভবনেই চলছে দিনাজপুরের খানসামা থানার কার্যক্রম। সাধারণ জনগণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিকভাবে যে পুলিশ বাহিনী দায়িত্ব পালন করে থাকে অথচ তারাই জীবনের আতঙ্কের মধ্যে থানা ভবনে কাজ করছে। ভূমিকম্প কিংবা প্রাকৃতিক দুর্যোগে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা অনেকের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৮৯১ সালে এই থানাটি প্রতিষ্ঠিত হওয়ার পর সেই সময়ে ব্রিটিশ আমলে একটি ভবন নির্মাণ করা হয়েছিলো। পরবর্তীতে আশির দশকে নির্মাণ করা হয় বর্তমান ভবনটি। তবে কালের পরিক্রমায় এখন সে ভবনটিও হয়েছে জরাজীর্ণ।দিন-রাত জনগণের নিরাপত্তা দিয়ে একটু শান্তিতেও ব্যারাকে ঘুমাতে পারছেন না তারা।
সরেজমিনে দেখা গেছে, বাইরে থেকে ফিটফাট মনে হলেও ভিতরের বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। দুইতলা বিশিষ্ট থানার এই ভবনটিতে ওসি (তদন্ত) এর কক্ষ, সিঁড়ি বেয়ে দোতালায় উঠতেই বড় ফাটল। প্রায় সকল দেয়াল স্যাঁতস্যাঁতে। এছাড়াও অফিসাররা যে-সব কক্ষে বসে কাজ করছেন সেখানের ছাদের ঢালাই ভেঙে রড বের হয়েছে।
ওসি (তদন্ত) মনিরুজ্জামান মন্ডল বলেন, জীবনের ঝুঁকি নিয়ে বর্তমানে আমরা কাজ করছি। জানি না কখন দুর্ঘটনা ঘটে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, থানার বর্তমান ভবনটি অনেক পুরোনো হওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে জানানো হয়েছে আশা করি দ্রুত সমাধান হবে।
ইউএনও মো.তাজ উদ্দিন বলেন, বিষয়টি এই অঞ্চলের কৃতি সন্তান মাননীয় অর্থমন্ত্রী মহোদয় কে জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব থানা ভবন সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশা করছি।
বিবার্তা/জামান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]