লামা ও আলীকদমে সেনাবাহিনীর স্কুল ব্যাগ পেয়ে খুশি শিক্ষার্থীরা
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০১
লামা ও আলীকদমে সেনাবাহিনীর স্কুল ব্যাগ পেয়ে খুশি শিক্ষার্থীরা
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্থানীয় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন। এরই ধারাবাহিকতায় শিক্ষায় উৎসাহ প্রদানের লক্ষ্যে লামা ও আলীকদম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে এ স্কুল ব্যাগ প্রদান করা হয়।


১৮ ফেব্রুয়ারি, রবিবার দুপুরে ক্যাপ্টেন মোহাম্মদ আলী তাওহীদ আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুরুকপাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইয়াংছা আর্মি ক্যাম্প কমান্ডার লে. তাশরিফ মাহমুদ লামা উপজেলার অংহ্লারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণি থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন।


স্কুল ব্যাগ পেয়ে খুশি শিক্ষার্থীরা। ব্যাগ বিতরণের সময় উপস্থিত ছিলেন- স্থানীয় স্কুলগুলোর শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলার ইয়াংছা আর্মি ক্যাম্প কমান্ডার লে. তাশরিফ মাহমুদ বলেন, সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন বান্দরবান রিজিয়ন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকার জনগণ প্রকৃতির উপর নির্ভরশীল এবং সাধারণ মানের জীবনযাপনে অভ্যস্ত। তাই এসব এলাকার সাধারণ জনগণ ও স্থানীয় প্রশাসনকে বিভিন্ন সময়ে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। এরই অংশ হিসেবে লামা ও আলীকদম -এ দুই উপজেলার কোমলমতি মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ স্কুল ব্যাগ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়।


বিবার্তা/আরমান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com