
পঞ্চগড় জেলার দেবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে এক যুবকের নিহত হয়েছে। নিহত যুবকের নাম সুমন ইসলাম।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদরের দেবীগঞ্জ-ডোমার মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত সুমন ইসলাম দুর্ঘটনায় কবলিত বাসটির চালক ছিলেন এবং তিনি একই উপজেলার পামুলী ইউনিয়নের শান্তিরহাট এলাকার হাসিবুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, তয়েজ পরিবহনের একটি বাস নিয়ে দেবীগঞ্জ থেকে নীলফামারী যাচ্ছিলেন চালক সুমন ইসলাম। দোসীমানা এলাকায় পঞ্চগড়গামী একটি ট্রাকের সাথে বাসটির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সুমন। পরে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনার পরপরই ট্রাক নিয়ে পালিয়ে যান ট্রাকের চালক।
দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, সুরতহাল শেষে পরিবারের নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি দুর্ঘটনার মামলা করা হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে ট্রাকটি শনাক্তের চেষ্টা করছি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]