
‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়-এরাও দেশের সম্পদ-আসুন সবাই মিলে এদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেই’ এ স্লোগান সামনে রেখে প্রতিবন্ধীদের মানসিক উৎকর্ষ সাধন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবন্ধী সেবা সংস্থা (প্রসেস) ৯ম বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ীতে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা-আলোচনা-শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারি, শনিবার দিনব্যাপী প্রতিবন্ধী সেবা সংস্থার (প্রসেস) আয়োজনে সদরের পলাশবাড়ী এসএমবি আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে গৃহীত এসব কর্মসূচি পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরল হাসান-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোছা. আনোয়ারা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার শফিউল ইসলামসহ অন্যান্যরা।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী সেবা সংস্থার (প্রসেস) প্রতিষ্ঠাতা পরিচালক জাকারিয়া মাসুদ জলিল মন্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন গ্রীনফিল্ড স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোজাহিদ আনোয়ার রিন্টু।
অনুষ্ঠানে জেলা-উপজেলা প্রশাসনসহ অন্যান্য প্রতিষ্ঠান প্রদত্ত শীতবস্ত্র (কম্বল) শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়।
শেষে স্থানীয় ও অতিথি শিল্পীর সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়।
বিবার্তা/খালেক/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]