টাঙ্গাইলের মধুপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
১৭ ফেব্রুয়ারি, শনিবার দুপুরে উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের নেকি বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বোয়ালী গ্রামের সিহাব মিয়ার ছেলে বনি আমিন অরেঞ্জ (২৬) এবং ময়মনসিংহের খাগডহর গ্রামের হায়দার আলীর ছেলে তানভীর (২৫)।
মধুপুর থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরাদ হাসান বলেন, বনি আমিন ও তানভীর মোটরসাইকেলযোগে ধনবাড়ী থেকে মধুপুর যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের তিনজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা দুইজনকে মৃত ঘোষণা করেন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]