
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান এয়ারের ডব্লিউওয়াই ৩১১ ফ্লাইটে আসা যাত্রীর কাছ থেকে ৬৪ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে।
১৬ ফেব্রুয়ারি, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করেন।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক হলেন গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমানবন্দরের কর্মরত কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বিমানবন্দরের ভেতর থেকে ৬৪ পিস স্বর্ণের বার আটক করেছে।
যার ওজন প্রায় সাড়ে ৭ কেজি। আনুমানিক যার বাজার মূল্য ৬৫ কোটি টাকারও উপরে বলে ধারণা করা হয়।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ক্যাপ্টেন।
বিবার্তা/জাহেদ/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]