ভারতীয় চিনি ও অটোরিকশাসহ ৪ চোরাকারবারি গ্রেফতার
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০২
ভারতীয় চিনি ও অটোরিকশাসহ ৪ চোরাকারবারি গ্রেফতার
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুনামগঞ্জের মধ্যনগরে ব্যাটারি চালিত ৪টি অটোরিকশা দিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনি পাচারকালে ৪ চোরাকারবারিকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।


বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বংশিকুন্ডা ইউনিয়নের গড়াকাটা গ্রামের কাচা রাস্তা দিয়ে পাচারকালে তাদেরকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত চোরাকারবারিরা হল উপজেলার কালাগড় গ্রামের আ. গফুরের ছেলে আলী আমজাদ (২০), হোসেনপুর গ্রামের মো. শামছুদ্দিনের ছেলে আবু সাঈদ (১৯) এবং পার্শ্ববর্তী নেত্রকোণা জেলার চরপাড়া গ্রামের বাবুল সরকারের ছেলে সুকান্ত সরকার (২২) ও ঠাকুরাকোনা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মোখলেছ মিয়া (৪২)।


পুলিশ সূত্রে জানা যায়, ব্যাটারি চালিত অটোরিকশা দিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনি পাচারকালে অটোরিকশা তল্লাশি করে ৯০০ কেজি চিনি ও চিনি পাচারে ব্যবহৃত ৪টি অটোরিকশা জব্দ করা হয় এবং ৪ চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।


জব্দকৃত চিনির আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৮ হাজার টাকা ও ৪টি অটোরিকশার বাজার মূল্য ৩ লক্ষ ২০ হাজার টাকা।


মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, চোরাকারবারিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


বিবার্তা/শহীদুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com