
চলমান মাধ্যমিক ও সমমান (এসএসসি) পরিক্ষায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা পরীক্ষা চলাকালীন সময়ে তার নিজের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন।
উপজেলার থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।
অভিযুক্ত ওই কর্মকর্তা নাম আব্দুল লতিফ। তিনি উপজেলা পরিবার পরিকল্পনা দফতরের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন।
১৫ জানুয়ারি, বৃহস্পতিবার দুপুরে ওই কর্মকর্তা পরিক্ষা কক্ষের দরজায় দাঁড়ানো তার নিজের ছবি, পরীক্ষা কক্ষের ছবি, ইউএনও স্বাক্ষরিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার চিঠি ও পরীক্ষার রুটিনের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি (Ufp Chilmari) তে একটি পোস্ট দেন।
এ নিয়ে উপজেলা জুড়ে আলোচনা সমালোচনার মুখে পড়েছেন দায়িত্বরত ওই কর্মকর্তা।
রাতে ওই কর্মকর্তাকে ফোন দিয়ে জানতে চাইলে সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে তার দেয়া পোস্টটি মুছে ফেলে জানান, বিষয়টি বুঝতে পারিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলাম জানান, পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত কোনো কর্মকর্তা ছবি বা সেলফি তুলতে পারেন না। বিষয়টি নিয়ে ওনাকে সতর্ক করা হবে।
বিবার্তা/রাফি/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]