
রাজধানীর খিলক্ষেতের কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় আহত প্রতাপ সরকার (২৪) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এর আগে গত সোমবার একই ঘটনায় মো: শাহাবুদ্দিন (২০) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে।
১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিকেল সারে ৪ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের (ওয়ান স্টপ) ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা তার দুলাভাই অশেষ দাস জানান, আমার শ্যালক গাজীপুরের সখিপুরে রাজ মিস্ত্রির সহযোগী ছিল। গত সোমবার (১২ ফেব্রুয়ারি) তিন বন্ধু মিলে ঢাকায় বেড়াতে আসে। পরে দুজন রেল লাইনের উপর প্রস্রাব করতে বসে, তখন হঠাৎ একটি ট্রেন তাদের দুজনকে ধাক্কা দিলে দুজন গুরুতর আহত হন।
পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোমবার রাতে শাহাবুদ্দিনকে মৃত ঘোষণা করেন এবং প্রতাপকে চিকিৎসক ভর্তি দেন। আজ বিকালের দিকে আমার শ্যালক প্রতাপ সরকার চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
তিনি আরো বলেন, প্রতাপ সরকারের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার বিষ্ণুপুর গ্রামে। সে একই গ্রামের প্রেমানন্দ সরকারের ছেলে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে জানানো হয়েছে।
বিবার্তা/বুলবুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]