
দিনাজপুরের খানসামা উপজেলায় ভাষার মাস উপলক্ষ্যে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পাকেরহাট তরু ফার্মেসিতে শতাধিক শিশুকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (শিশু বিভাগ) ডা.শতাব্দী সাহা তিথি।
বিনামূল্যে এই চিকিৎসা সেবা পেয়ে খুশি হয়েছেন সাধারণ মানুষজন।
ফ্রি সেবা নিতে নিজের ৯ মাসের বাচ্চাকে নিয়ে এসেছেন বিউটি রায় (২৩), তিনি বলেন, সকালে জানতে পারলাম যে আজকে ডাক্তার ফ্রি রোগী দেখবে। খবর পেয়ে আমার বাচ্চাকে নিয়ে এসেছি। ডাক্তার দেখে ওষুধ লিখে দিলো।
শান্ত নামের আরেক রোগীর স্বজন বলেন, আমরা দিনমজুর মানুষ। আজকে বিনামূল্যে বড় ডাক্তার দেখবে শুনে আমার সন্তানকে নিয়ে এসেছি।
এ ব্যাপারে ডা. শতাব্দী সাহা তিথি বলেন, ভাষার মাস উপলক্ষ্যে ভাষা শহিদদের স্মরণে আমার এই প্রয়াস। উপজেলায় আমি দীর্ঘদিন চাকরি করেছি। আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না। তাদের কথা ভেবে আজকের এই ফ্রি চিকিৎসা সেবা প্রদান করছি।
বিবার্তা/জামান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]