
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ১৭৩ পিস ইয়াবা ট্যাবলেট ও দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া একজন মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটক হওয়া মাদকব্যবসায়ী শ্রীমঙ্গল উপজেলার উদনাছড়া চা বাগানের পূর্ব লাইন এলাকার মনু তাঁতীর ছেলে সুনীল তাঁতী (৪২)।
সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায়ের দিকনির্দেশনায় এসআই সুব্রত চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ১৪ ফেব্রুয়ারি, বুধবার দিবাগত রাতে শ্রীমঙ্গল থানাধীন উদনাছড়া চা বাগানে অভিযান পরিচালনা করে সুনীল তাঁতীকে আটক করেন।
এসময় তার কাছ থেকে ১৩৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ সুনীল তাঁতীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু পূর্বক আজ ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া শ্রীমঙ্গল উপজেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিবার্তা/কাউছার/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]