ধর্মপাশায় জনসচেতনতামূলক গণনাটক প্রদর্শনী
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৬
ধর্মপাশায় জনসচেতনতামূলক গণনাটক প্রদর্শনী
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুনামগঞ্জের ধর্মপাশায় জনসচেতনতামূলক গণনাটক মঞ্চস্থ হয়েছে ।


মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নের আবুয়ারচর গ্রামে এফআইভিডিবির দিশারী প্রকল্পের আওতায় লিড সংস্থা পাথফাইন্ডার ইন্টারন্যাশন্যালের সহযোগিতায় গণনাটক মঞ্চস্থ করা হয়।


নাটকে স্থানীয় কিশোর কিশোরীরা অভিনয়ে অংশ নেন। গণনাটক মঞ্চস্থের আগে সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রোমানের সভাপতিত্বে প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য দেন, প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. জাকির হোসেন, প্রোগ্রাম মনিটরিং এন্ড ইভালোয়েশন কর্মকর্তা দিপংকর দে, ইউএম ইমরান আহমেদ ও আব্দুল্লাহ আল মামুন।


প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. জাকির হোসেন জানান, এফআইভিডিবির দিশারী প্রকল্প উন্নত স্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তন স্থিতিস্থাপকতায় নারী ও কিশোরদের নেতৃত্বের অগ্রগতির জন্য এবং বন্যা আশ্রয়কেন্দ্রে অবস্থান করা বিষয়ক জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।


বিবার্তা/শহীদুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com