পাংশায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৪
পাংশায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের নিয়ে সরকারি নির্দেশনা অমান্য করে তিনদিনব্যাপী কক্সবাজার ভ্রমণ করায় রাজবাড়ীর পাংশা জর্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা খাতুনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, সরকারি নির্দেশনা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা সফর, পিকনিক বা যেকোনো দলগত ভ্রমণে যাওয়ার পূর্বে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের পূর্বানুমতি গ্রহণ করতে হবে। তবে পাংশা জর্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা খাতুন আমার অনুমতি ছাড়াই চলতি মাসের ৮,৯,১০ তারিখে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে কক্সবাজার ভ্রমণ করেছে।


তিনি আরও বলেন, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।


অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক রাশেদা খাতুনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেন নি।


বিবার্তা/মিঠুন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com