
সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় ডিবি পুলিশের অভিযানে ১৬০ কেজি গাঁজাসহ ৪ মাদককারবারিকে আটক করা হয়েছে। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন লালমনিরহাট জেলার বাড়াইপাড়া (কালিবাড়ি) গ্রামের মৃত কালু শেখের ছেলে আতিকুল ইসলাম (৪০), নারায়ণগঞ্জ জেলার টানবাজার রেলীবাগান গ্রামের মো. আক্কাস মিয়ার ছেলে অপু মিয়া (৩৩), সিরাজগঞ্জের ঘোড়াচরা গ্রামের ফজল শেখের ছেলে নাজমুল শেখ (২৬) ও কামারখন্দের কর্ণসুতী গ্রামের মৃত মাজেম আলী শেখের ছেলে আঃ লতিফ শেখ (৫১)।
জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দিন বলেন, তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ১৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার ভোর রাতে উল্লাপাড়ার উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
বিবার্তা/কাইয়ুম/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]