চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা খাটখালী জেটি এলাকায় একটি মাছের ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ জসিম উদ্দিন (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জসিম গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকার মৃত আব্দুর রশিদের পুত্র। তিনি ৪ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক।
এ ঘটনায় এ নিয়ে দুজনের মৃত্যু হলো। এর আগে একই ঘটনায় একই এলাকার আব্দুর সবুরের পুত্র অগ্নিদগ্ধ তৌহিদুল ইসলামও (২৬) মারা গেছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) তৌহিদুল মারা যান বলে নিশ্চিত করেছেন তার স্বজনরা। তিনি ১ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক।
প্রসঙ্গত, গত ৪ ফেব্রুয়ারি বিকেলে গণ্ডামারা ইউনিয়নের খাটখালী জেটিতে থাকা একটি ফিশিং ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ফিশিং ট্রলারে থাকা কয়েকজন গুরুতর দগ্ধ হলে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। সেখানে অগ্নিদগ্ধ তৌহিদুল ইসলাম গত শনিবার এবং ফিশিং ট্রলারের মালিক জসীম উদ্দীন আজ (সোমবার) সকালে ঢাকায় মারা যান।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]