
সাভারের ধামরাইয়ের গাংগুটিয়ার বাথুলি এলাকায় লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা-আরিচা মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জিয়াউর রহমান (৪০) ও জানিব আলি (৫০)। তারা ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের জয়পুরা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, মানিকগঞ্জের একটি গরুর হাট থেকে মোটরসাইকেলে করে জয়পুরার দিকে যাচ্ছিলেন জিয়াউর ও জানিব। মহাসড়কের বাথুলি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মানিকগঞ্জগামী একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
বিবার্তা/শরিফুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]