
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসামি কাহারুল ইসলাম একটি মামলায় ২ বছর সাজা প্রদান করে আদালত। এসময় আত্মসমর্পণ না করে ৫ বছর কৃষকের ছদ্মবেশে পলাতক ছিলেন। অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
১১ ফেব্রুয়ারি, রবিবার দুপুরে নাকাইহাট থেকে গ্রেফতার কর হয়।সাজাপ্রাপ্ত পলাতক আসামীর কাহারুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার কুঞ্জনাকাই গ্রামের ঠান্ডা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে (১১ ফেব্রুয়ারি) দুপুরে নাকাই হাট বিলের মধ্যে কৃষকের ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামি কাহারুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হন।
অভিযান পরিচালনা করেন পুলিশের এসআই প্রলয় বর্মা, এএসআই মাসুদ রানা। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শামসুল আলম শাহ ঘটনা সত্যতা স্বীকার করে বলেন। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রেখে রবিবার দুপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। সাজাপ্রাপ্ত আসামিকে ওয়ারেন্ট মূলে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
বিবার্তা/খালেক/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]